Skill Jobs Forum

About Skill Jobs => News and Events => Topic started by: salman15-5001 on September 26, 2018, 09:37:28 PM

Title: শাওমি আনছে গেমিং ফোন ব্ল্যাক শার্ক টু
Post by: salman15-5001 on September 26, 2018, 09:37:28 PM
এ বছরের শুরুতে চীনের বাজারে ব্ল্যাক শার্ক নামে গেমিং স্মার্টফোন এনেছিল শাওমি। এবারে এ ফোনের পরবর্তী নতুন সংস্করণ ব্ল্যাক শার্ক টু আনছে চীনা অ্যাপল খ্যাত শাওমি। ফোনটি চীনা সার্টিফিকেশন ওয়েবসাইট টেনাতে নথিভুক্ত হয়েছে। ফোনটির তথ্য প্রথম ফাঁস করে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ল্যাশলিক।

এতে দেখা যায়, শাওমির ব্ল্যাক শার্ক ফোনটি ৫ দশমিক ৯৯ ইঞ্চি মাপের। পেছনে অনুভূমিক ক্যামেরা সেটআপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটির ব্যাটারি হবে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। এতে আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার অ্যাসপেক্ট রেশিও ১৮: ৯ হবে। স্ক্রিন রেজুলেশন ১০৮০ বাই ১৬০ পিক্সেল হবে। এতে কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ও অ্যাড্রেনো ৬৩০ জিপিইউ থাকবে। এতে নির্দিষ্ট ‘শার্ক বাটন’ থাকছে, যা চেপে সরাসরি গেমিং মোডে যাওয়া যাবে।

ফোনটিতে লিকুইড কুলিং সিস্টেম থাকছে, যা একাধিক স্তরে ফোনটিকে ঠান্ডা রাখবে। গেম খেলে ফোন গরম হবে না। এর তাপমাত্রা ৮ ডিগ্রি পর্যন্ত নামিয়ে আনতে পারবে এর কুলিং সিস্টেম। অ্যান্ড্রয়েড ওরিও–চালিত ফোনটিতে জয় ইউআই নামের বিশেষ কাস্টম লঞ্চার ব্যবহৃত হবে। এ ছাড়া শাওমি এমআইইউআইয়ের কিছু অ্যাপ এতে ব্যবহার করা যাবে। ফোনটি ৬ জিবি ও ৮ জিবি র‍্যামের দুটি বিশেষ সংস্করণে বাজারে আসবে।

ফোনটির ক্যামেরাতেও বিশেষত্ব থাকছে। এর সামনে থাকবে এফ/২.২ অ্যাপারচারের ২০ মেগাপিক্সেল ক্যামেরা। পেছনে এফ/১.৭৫ অ্যাপারচারের ২০ ও ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ।

ফোনটির দাম ও বাজারে আসার তারিখ নিয়ে এখনো কিছু জানা যায়নি। ফোনটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি শাওমি।(http://[img][img]C:\Users\Salman Wahid Robin\Desktop)