Skill Jobs Forum

News Portal Career Article => IT & Information => Topic started by: Mehedi hasan on September 27, 2018, 01:25:07 PM

Title: বিশ্বের ক্ষুদ্রতম মনো লেজার প্রিন্টার বাজারে
Post by: Mehedi hasan on September 27, 2018, 01:25:07 PM
(https://paloimages.prothom-alo.com/contents/cache/images/640x359x1/uploads/media/2018/09/26/732f74d33ab6baed6b234bb7fc33a76f-5bab19369f09b.jpg)
এইচপি লেজারজেট প্রো এম ১৫এ মডেলের নতুন মনো লেজার প্রিন্টার দেশের বাজারে বিক্রি শুরু করেছে স্মার্ট টেকনোলজিস। প্রিন্টারটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র আকৃতির মনো লেজার প্রিন্টার। ১৮ পিপিএম গতির লেজার প্রিন্টারটিতে রয়েছে ৫০০ মেগাহার্টজ প্রসেসর, ২.০ ইউএসবি পোর্ট।

এইচপি লেজারজেট প্রিন্টারটির ডিপিআই ৬০০ * ৬০০ * ১ এবং ৮ মেগাবাইট মেমোরি। প্রিন্টারটিতে সিএফ ২৪৮এ এবং ৪৮এ মডেলের টোনার ব্যবহার করা যায়। বিপণনকারী প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিন্টারটি কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে তারা। এর দাম সাড়ে আট হাজার টাকা।

source : prothomalo