Skill Jobs Forum

Scholarship & Higher Education => Religion/ Islamic Studies => Topic started by: mostafijur15-7863 on August 21, 2018, 03:04:29 PM

Title: যেভাবে ঈদের প্রচলন হলো
Post by: mostafijur15-7863 on August 21, 2018, 03:04:29 PM
মুসলিম উম্মাহর জন্য ধর্মীয়ভাবে ঈদের দিন সবচেয়ে আনন্দের। মহানবী (স.) এর নবুওয়াত প্রাপ্তির একেবারে শুরু থেকে 'ঈদ' ছিলো না বলে জানা যায়। ইসলামে ঈদের প্রচলন হয় মূলত ৬২২ সালে রাসুল (স.) এর মদিনায় হিজরতের পর।

ঈদের প্রচলন যেভাবে হলো-

হজরত আনাস (স.) হতে বর্ণিত, 'তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মদিনাবাসীদের মধ্যে বিশেষ দু'টি দিবস ছিল। সেই দিবসে তারা খেলাধুলা (আনন্দ-ফুর্তি) করতো। রসুলুল্লাহ (স.) জিজ্ঞেস করলেন, এ দু'টি দিনের তাৎপর্য কী? মদিনাবাসী উত্তর দিলেন, আমরা জাহেলি যুগ থেকে এ দু'দিনে খেলাধুলা করে আসছি। তখন রাসুল (স.) বললেন, আল্লাহ তাআলা এ দু'দিনের পরিবর্তে এর চেয়েও উত্তম দু'টি দিন তোমাদেরকে দান করেছেন। আর সেই দিন দু'টি হলো- ১. ঈদ-উল-ফিতর ও ২. ঈদ-উল-আজহা। (আবু দাউদ, নাসাঈ)



source:http://www.somoynews.tv