Skill Jobs Forum

News Portal Career Article => IT & Information => Topic started by: Mehedi hasan on September 27, 2018, 01:44:33 PM

Title: বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে কর্মসংস্থান হবে ২৫ হাজার মানুষের
Post by: Mehedi hasan on September 27, 2018, 01:44:33 PM
(http://www.bd-pratidin.com/assets/news_images/2018/09/25/222821_bangladesh_pratidin_bangabandhu-hightech.jpg)

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটির ইন্ডাস্ট্রিয়াল জোনে নয়টি কোম্পানিকে প্লট বরাদ্দ দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এই কোম্পানিগুলো হাই-টেক সিটিতে বিনিয়োগ করবে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার। এখানে কর্মসংস্থান হবে ২৫ হাজার মানুষের।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করে তাদের প্লট বুঝিয়ে দেওয়া হয়। আগামী ৪০ বছরের জন্য বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে রবি অজিয়াটা, জেনেক্স, বিজেআইটি সফটওয়্যার, ফেয়ার ইলেক্ট্রনিক্স, কেডিএস গ্রুপ, ইন্টার ক্লাউড, বিজনেস অটোমেশন, নাজডাক টেকনোলজিস এবং জেআর এন্টারপ্রাইজ নামীয় প্রতিষ্ঠানসমূহ বিনিয়োগের সুযোগ পেলো।

আইসিটি বিভাগের সচিব জুয়েনা আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বিশেষ অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

source : bd protidin