Skill Jobs Forum

News Portal Career Article => IT & Information => Topic started by: H. M. Nasim on October 04, 2018, 06:24:03 PM

Title: ওয়েব ডিজাইন কি? কিভাবে শিখবেন ওয়েব ডিজাইন?
Post by: H. M. Nasim on October 04, 2018, 06:24:03 PM
ওয়েব ডিজাইন মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা।

ওয়েব ডিজাইন:

আমরা প্রতিনিয়তই অসংখ্য ওয়েবসাইট ব্রাউজ করছি। এক একটা ওয়েব সাইট এক এক ধরনের। ওয়েবসাইট এর আকার, আকৃতি ও লেখা সবগুলিই আলাদা আলাদা হয়। সহজভাবে বলতে গেলে ফটোশপ, HTML ও CSS এর সাহায্যে কিছু সংখ্যক লেখা ও ছবি কে পূর্নাঙ্গ ওয়েবসাইটে রুপ দেওয়াকেই ওয়েব ডিজাইনিং বলা হয়।

প্রত্যেকটা ওয়েবসাইট ই এইচ.টি.এম.এল ও সিএসএস এর সাহায্যে গঠিত হয়। অতএব, আপনি HTML ও CSS জানলে একটা স্টাটিক ওয়েবসাইট বানাতে পারবেন। তাহলে HTML, CSS আসলে কি? এই দুইটা হলো ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বা ওয়েবসাইট তৈরি করার ভাষা যা দ্বারা আপনি ওয়েব ডিজাইনিং করতে পারবেন। আর ফটোশপ হলো একটা ছবি ইডিট করার সফটওয়ার যা দ্বারা আপনি আপনার ওয়েবসাইট টি আগে থেকেই ডিজাইন করে দেখতে পারবেন। পরে HTML and CSS এর সাহায্যে সে ডিজাইনকে ওয়েবসাইটে রুপান্তর করতে পারবেন।

https://eshikhon.com/%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%AC-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%96