Author Topic: ধানমন্ডিতে ড্যাফোডিল কমপিউটার্সের নতুন শাখা  (Read 483 times)

Mehedi hasan

  • Jr. Member
  • **
  • Posts: 50
২২শে আগষ্ট রাজধানীর প্রান কেন্দ্র ধানমন্ডিতে ড্যাফোডিল কমপিউটার্সের নতুন শাখা উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন ড্যাফোডিল কমপিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুর খান। এ সময় উপস্থিত ছিলেন এইচপি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসাইন ভুঁইয়া, স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক মোজাহিদ আল বেরুনি সুজন, ইনপেস কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচাল কামরুল আহসান প্রমুখ।


শাখাটিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি পন্যের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা আছে। এছাড়া এ শাখাটিতে থাকছে এইচপির বিশেষায়িত ওমেন গেমিং জোন এবং ডিসিএল মোবাইলের এক্সপিরিয়েন্স জোন।